টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিরাপত্তা আরও বেশি জোরদার করতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পাওয়া মাত্রই প্রশাসনিক আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছেন। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুজোর আগেই বর্ধমানে চালু হল পিঙ্ক মোবাইল ভ্যান।
গোলাপি রঙে সাজানো এই পিঙ্ক মোবাইল ভ্যান এবারের পুজোয় শহর সহ বিভিন্ন এলাকায় টহল দেবে। এই ভ্যানে একজন মহিলা পুলিশ আধিকারিক সহ দুজন মহিলা কনস্টেবল থাকবেন। মূলতঃ এই পিঙ্ক মোবাইল মহিলাদের সুরক্ষিত রাখতে বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে। ইতিমধ্যে জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা বাহিনী রয়েছে। অতিরিক্ত ভাবে এই ভ্যান হাতে আসায় মহিলা নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ বলে জানান মহিলা থানার ভারপ্রাপ্ত আইসি কবিতা দাস। ২১ সেপ্টেম্বর শনিবার এই সুসজ্জিত পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করা হলো বর্ধমান মহিলা থানার সামনে থেকে।
বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আইসি কবিতা দাস বলেন, মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনা রুখতেই এই পিঙ্ক মোবাইল ভ্যান চালু করা হল। যাতে মহিলারা নিজেকে সুরক্ষিত মনে করেন। আর এই মোবাইল ভ্যান যত দ্রুত সম্ভব যেখানে মহিলাদের দরকার পড়বে সেখানে পৌঁছে যাবে। আমাদের মূল উদ্দেশ্য হল নারী সুরক্ষা।
Tags burdwan district west bengal
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social