টুডে নিউজ সার্ভিস, হুগলীঃ হুগলীর চন্দননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক রোগী। মৃতের নাম প্রকাশচন্দ্র বাইন (৪৩)। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেটে ব্যথা এবং রক্তবমির উপসর্গ নিয়ে ভর্তি হন পেশায় গাড়ি চালক প্রকাশ। মুর্শিদাবাদের বাসিন্দা প্রকাশচন্দ্র বাইন চন্দননগরের মহাডাঙা কলোনীতে থাকতেন। গত ৭ বছর ধরে সেখানে কর্মসূত্রে বসবাস করতেন। হঠাৎ অসুস্থ হয় চন্দননগর হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, গতকাল মধ্যরাতে হঠাৎ প্রকাশবাবু নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে উদ্যত হন। নার্সিং স্টাফদের ঘরের ভিতরে ঢুকে পড়েন। তারপর সিঁড়ি বেয়ে ছাদে উঠে যান। সেখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রোগী প্রকাশচন্দ্র। চিকিৎসকরা তাঁকে নানাভাবে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। রবিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালে।
তবে তিনি হাতে কাঁচি নিয়ে এলোপাথাড়ি হামলা করায় ভয়ে কেউ ধারে কাছে যেতে সাহস পাননি। ঝাঁপ দেওয়ার পর তাঁকে উদ্ধার করে জরুরী বিভাগে ভর্তি করানো হয়। তারপর অপারেশন থিয়েটারে ঢোকানোর পর রাতেয় তাঁর মৃত্যু হয়। ওই রাতেই খবর দেওয়া হয় রোগীর পরিবারকে। সোমবার সকালে প্রকাশচন্দ্র বাইনের পরিবার হাসপাতালে এসে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
অন্যদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর হাসপাতাল সুপার সন্তু ঘোষকে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন। সন্তু ঘোষ জানান, “তার চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকহলিক রোগী ছিলেন। মদ না খেলে এইরকম আক্রমণাত্মক হয়ে ওঠেন। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে পালিয়ে ছাদে উঠে হাসপাতালের পিছন দিকে লাফ দেন।”
Tags Accident district Health west bengal
Check Also
হাসপাতালের কোয়ার্টারে ঢুকে মহিলা কর্মীকে অস্ত্রের কোপ, শোরগোল বর্ধমানে
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আচমকাই ছুরি দিয়ে আঘাত। গুরুতর জখম অবস্থায় স্বাস্থ্যকর্মীকে ভর্তি করা হল …
Social