টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার বর্ধমান ইছলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয় ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের বিস্তীর্ণ এলাকার পার্থেনিয়াম নিধন করা হলো। প্রতিটি বিদ্যালয়কে পার্থেনিয়াম মুক্ত করতে এই সংস্থা ধারাবাহিক ভাবে কাজ করে চলছে। পার্থেনিয়াম মুক্ত করা হয় একদম জৈবিক উপায়ে। সাথে বিদ্যালয়ের পড়ুয়াদের পার্থেনিয়ামের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, বিদ্যালয়ের পড়ুয়াদের পার্থেনিয়ামের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ও সুন্দর পরিবেশ উপহার দিতে আমাদের এমন উদ্যোগ। মিউনিসিপ্যাল হাই স্কুল ও ইছলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়ী সাহা, অর্পিতা আঢ়্য, সুদীপ দাস প্রমুখরা।
