টুডে নিউজ সার্ভিসঃ ভগবানের ভরসায় বিপদজনক ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র! পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনটির অবস্থা খুবই বিপদজনক এবং অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা থেকে রাঁধুনী সকলেই জানিয়েছেন এরকম একটি বিপদজনক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে দিয়ে তাদেরকে কাজ করেতে হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা দীপ্তি রায় জানিয়েছেন তিনি যবে থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন তবে থেকে এই বিপদজনক অবস্থায় আছে। এক অভিভাবক নেহা শর্মা জানিয়েছেন, তার সন্তানদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষার জন্য পাঠাচ্ছেন না কারণ যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনী জানিয়েছেন, এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তাকে আতঙ্কের মধ্যে রান্না করতে হয়। প্রায় ৬৫ জন মতো পুষ্টি জনিত খাবার পেয়ে থাকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। কিন্তু সেই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চারিদিকে দেওয়ালে রয়েছে বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার। দেওয়ালে জমে রয়েছে শেওলা খসে পড়ছে প্লাস্টার। এইরকম একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৬৫ জন মানুষকে প্রতিদিন পুষ্টি জনিত খাবার ও শিক্ষা দিয়ে চলেছেন। বাচ্চাদের শিক্ষা লাভের জন্য অক্ষরজ্ঞানের ছবি দেওয়ালে থাকলেও ভগবানের ছবি জ্বলজ্বল করছে এ অঙ্গনওয়াড়ি দেওয়ালে কারণ ভগবানের ভরসা তেই রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান উজ্জল মল্লিক জানিয়েছেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
যদিও এই বিষয়ে বিজেপি নেতা রমন শর্মা লিখিতভাবে বিডিওকে জানিয়েছেন যাতে অঙ্গনওয়াড়ি দ্রুত সংস্কারের কাজ করা হয়।। এখন দেখার বিষয় প্রশাসন কবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বিপদজনক মুক্ত করে তোলে।
Social