টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান থানার পুলিশ মঙ্গলবার শহরের তেজগঞ্জ এলাকা থেকে বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে চারটি ট্রাক্টর আটক করেছে। পাশাপশি এক ট্রাক্টর মালিক সহ দুজন চালককেও গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পাঠায় এদিন বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক্টর গুলো বেলকাসের দিক থেকে বালি নিয়ে আসছিল। এবিষয়ে তারা কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় পুলিশ ট্রাক্টর সহ চালকদের আটক করে।
এদিকে এলাকাবাসী একাংশ সূত্রে জানা গেছে পুলিশেরই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তারা। তাদের অভিযোগ, ইদিলপুর এলাকার একটি বালি ঘাট থেকে প্রতিদিন একাধিক ১০ চাকা, ১২ চাকা, ১৬ চাকা ডাম্পার বালি লোড করে কোনোটা বিনা চালানে, আবার কোনো গাড়ি খন্ডঘোষ, বীরভূমের চালান ব্যবহার করে বালি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এইসব গাড়ির বেশিরভাগকেই ওভারলোড করে বালি নিয়ে যেতে দেখা যাচ্ছে। কিন্তু পুলিশ বা ভূমি দপ্তরের কাউকেই এই বেআইনি কারবার বন্ধে কোনোরকম পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ।
Tags burdwan district west bengal
Check Also
কল সেন্টারের আড়ালে অনলাইনে যৌনচক্রের ফাঁদ! গ্রেফতার ২
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ অনলাইনে যৌনচক্রের ফাঁদ পেতে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২, ব্যাপক চাঞ্চল্য …
Social