টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের মুরাতিপুরের খাসপাড়ায় এক চাষির ধান ক্রয় করতে এসেছিল রবিবার কালিটিকুড়িগ্রামের এক ব্যবসায়ী।এরপর চাষি অভিযোগ করে যে প্রতিটি বস্তায় ১৩ থেকে ১৫ কিলো করে ধান চুরি করছিল ওই ব্যবসায়ী।প্রায় ৮ জন ধান ক্রয় করতে এসেছিলেন। চাষি যখন অভিযোগ তুলে চেঁচামেচি শুরু করে সেই সময় সুযোগ বুঝে ৪ জন পালিয়ে যায়। এলাকাবাসী ৪ জনকে পাকড়াও করে ঘরের ভেতরে আটকে রাখে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে ভাতার থানার পুলিশ। পুলিশ ওই ৪ জনকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, ওই ব্যবসায়ী বাজারের যা মূল্য তার থেকে বস্তা পতি ১০ টাকা বেশি দিয়ে ধান ক্রয় করছিল। এতেই সন্দেহ শুরু হয় ঐ চাষির। ওই চাষি যখন তার নিজের কম্পিউটার ওজন মেশিনে ধান ওজন করে তখন দেখা যায় প্রতিটি বস্তায় ১৩ থেকে ১৫ কিলো করে ধান বেশি। খবর ছড়াতেই এলাকার মানুষজন জড়ো হয়ে যায় ওই চাষির বাড়িতে। এরপর এলাকার চাষিরা দাবি জানায় ওই এই ওজন কারচুপিতে যারা যুক্ত তাদের কঠিন সাজা হওয়া দরকার।
Social