Breaking News

বর্ধমানে বিরলতম ঘটনা! ২৪ ঘন্টায় ১৮ যমজ শিশুর জন্ম এক হাসপাতালেই

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিরলতম ঘটনা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে! ২৪ ঘন্টায় ১৮ যমজ শিশুর জন্ম এক হাসপাতালেই। ২৪ ঘন্টায় এতগুলি যমজ শিশুর জন্ম এর আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হয়নি। জন্ম নেওয়া ১৮টি শিশুর মধ্যে ১১জনই কন্যা ও বাকি ৭টি পুত্র সন্তান। আপাতত মা এবং শিশু সবাই সুস্থ বলে বর্ধমান মেডিকেল কলেজ প্রসূতি বিভাগ সুত্রে জানানো হয়েছে।‌ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, বুধবার হাসপাতালের বহির্বিভাগের উপরে থাকা স্ত্রী এবং প্রসূতি বিভাগের এই ‘বিরল’ ঘটনা ঘটে। এখানেই নয়জন মা সারাদিনের মধ্যে যমজ বাচ্ছার জন্ম দেন। আরও উল্লেখযোগ্য এই ১৮টি বাচ্ছার মধ্যে ১১টি কন্যা সন্তান। শিশুগুলির মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’ এ রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং তাঁরা বিপদমুক্ত এবং মায়েরাও সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানান।
বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, একদিনে এতগুলি যমজ শিশুর জন্ম পশ্চিমবাংলার কোনো মেডিকেল কলেজে হয়তো হয়নি এই প্রথম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হলো।

About Prabir Mondal

Check Also

নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার

টুডে নিউজ সার্ভিসঃ নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *