টুডে নিউজ সার্ভিসঃ শনিবার ১ জুন সপ্তম ও শেষ দফার ভোট। তাঁর আগে মোদী বিবেকানন্দের মূর্তির সামনে গেরুয়া বসনধারন করে ধ্যানমগ্ন। ধ্যান কর্মসূচির ছবি ষ বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এসি ঘরে তাঁর এই ধ্যানমগ্নতার ছবি দেশবাসীর সামনে তুলে ধরতে নাগাড়ে কাজ করে চলেছে ৫০-৬০টি ক্যামেরা।
একসঙ্গে এতগুলি ক্যামেরার লেন্স মোদীকে বিভিন্ন কোণ থেকে ছবি তুলছে। সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক। টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিরোধী দলগুলির নেতারা কেউ কেউ একে সিনেম্যাটিক বলেও বর্ণনা করেছেন। এছাড়াও প্রশ্ন তুলে বিরোধিদের অভিযোগ, ভোটের আগে প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও এটাও এক ধরনের প্রচার।
যা প্রভাবিত করবে শেষ দফার ভোটে। এর বিরুদ্ধে কমিশনে নালিশ জানানোও হয়েছে বলে জানিয়েছে বিরোধিরা। প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের পর কেদারনাথ গুহায় ধ্যানকরেছিলেন প্রধানমন্ত্রী।
Social