Breaking News

মিউটেশনের নামে বেশি টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ পৌরপতির বিরুদ্ধে

টুডে নিউজ সার্ভিস, কালনাঃ ফের একবার কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কালনা পৌরসভার তৃণমূল পরিচালিত ১৬ জন তৃণমূল কাউন্সিলর। একই সাথে একজন শিল্প উদ্যোগী তাদের সাথে সামিল হয়ে নিজেকে কালনা পৌরসভার এক জন সাধারণ নাগরিক হিসেবে দাবি করে পৌরসভার পৌরপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বৃহস্পতিবার।

মূলতঃ কাউন্সিলরদের দাবি তাদেরকে পৌরসভার বিভিন্ন বিষয়ে আড়াল করে একনায়কতন্ত্র শাসনের মতন ওই পৌরপতি পৌরসভা চালিয়ে যাচ্ছেন। একই সাথে মিউটেশনের নাম করে লোকের থেকে বেশি টাকা নেয়া হচ্ছে। এমনকি কাউন্সিলরদের সাথে কোনো বিষয় নিয়ে তিনি আলোচনাই করেন না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এদিন তারা। যদিও এ বিষয়ে কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত-এর কাছে যাওয়া হলে তিনি সাংবাদিকদের সাথে দেখাই করতে চাননি।

About Prabir Mondal

Check Also

মন্তেশ্বরে টোটো উল্টে আহত এক শিশু সহ পাঁচ

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ যাত্রীবাহী টোটো উল্টে আহত হলেন পাঁচজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *