জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শনিবার মেমারি মালডাঙ্গা রাস্তায় কুসুমগ্রাম আশ্রম সংলগ্ন এলাকায়। মৃতের নাম দীপ মাঝি (১৬), বাড়ি কুসুমগ্রাম এলাকাতেই।এলাকাবাসী ও মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর আশ্রম সংলগ্ন একটি মোটর গ্যারেজে কাজ করতো। কুসুমগ্রামে নিজের বাড়ি থেকে খাবার খেয়ে সাইকেল চালিয়ে মেমারি রাস্তার দিকে গ্যারেজের যাচ্ছিল। ওই সময় কুসুমগ্রাম থেকে মেমারির দিকে একটি মাল বোঝাই লরি কুসুমগ্রাম আশ্রম সংলগ্ন এলাকায় ওই লড়িটি ধাক্কা মারলে সাইকেল সহ ওই কিশোর গাড়ির পিছনের চাকার পিষ্ঠ হয়ে যায়। স্থানীয় মানুষজন তাকে দ্রুত উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। লরিটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ মেমারি মালডাঙ্গা রাস্তা যানজটের সৃষ্টি হয়। মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
