জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত টোটো চালক সহ টোটোয় থাকা ৪ যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালডাঙ্গা-কাটোয়া রাস্তায় বাঘাসন পেট্রোল পাম্প মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রের জানা যায়, চন্দ্রপুরের দিক থেকে একটি যাত্রীবাহী টোটো মালডাঙ্গার দিকে আসার সময় বাঘাসন পেট্রোল পাম্প মোড় সংলগ্ন এলাকায় মালডাঙ্গা থেকে কাটোয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে টোটোটি উল্টে যায় এবং টোটোয় থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হয় চালক সহ টোটোর চার যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার পুলিশ।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। একজনের আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
Social