জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ৩য় তম বছরে সাত দিনের ২১ ফুটের কার্তিক পুজো উপলক্ষে মন্তেশ্বরের দেনুর গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন সোশ্যাল মিডিয়া খ্যাত গানওয়ালা মিলন কুমার।
উদ্যোক্তাদের পক্ষে নয়ন ব্রহ্মচারী, চন্দন দাক্ষিত, দেবাশীষ সাঁইরা জানান মন্তেশ্বর ব্লক জুড়ে হাজারেরও বেশি পারিবারিক কার্তিক পূজা হলেও এটি মন্তেশ্বর এলাকার প্রথম সার্বজনীন কার্তিক পুজো। তারা জানায় বছর দুইয়েক আগে গ্রামের বারোয়ারি তলায় গ্রামবাসীর মঙ্গল কামনায় আলাপ আলোচনার মাধ্যমে ৭ ফুটের কার্তিক ঠাকুর আনার সিদ্ধান্ত হয়। গতবছরের মূর্তির দৈর্ঘ্য বের হয়েছিল নয় ফুট। এ বছরে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ২১ ফুটের ঠাকুর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
পুজোর খরচ হিসাবে গ্রামের প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবক আর্থিক সহযোগিতা করার পাশাপাশি গ্রামের মানুষজন দুই হাত ভরে সহযোগিতার মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার বাজেটে সাত দিনের পুজো অনুষ্ঠিত হয় বলে জানান উদ্যোক্তারা। সাতদিন ধরে পুজো অনুষ্ঠানের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তাই বৃহস্পতিবার ৬ষ্ঠ দিনের রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতালেন সোশ্যাল মিডিয়া খ্যাত শিল্পী মিলন কুমার। ঠান্ডাকে উপেক্ষা করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় হয় চোখে পড়ার মতো। মিলন কুমারের নাচ গানে মেতে উঠলেন গ্রামের গৃহবধূরা সহ ৮ থেকে ৮০ বয়সের মানুষজনেরা।
Social