জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃত শ্রমিকের নাম হাবিবুল মল্লিক (২২), মন্তেশ্বর গ্রামের বাসিন্দা। পরিবার ও আত্মীয়দের থেকে জানা যায়, মৃত হাবিবুল ২ বছর কয়েক আগে কেরলে কোডিকোড জেলায় কালান্ডি থানার এলাকায় রাজমিস্ত্রি হিসাবে কাজ করতো। গত ৬ মাস আগে বাড়ি আসার পর আবার কেরলে রাজমিস্ত্রির কাজে চলে যান। দিন দশেক আগে সেখানে কর্মরত অবস্থায় একতলার ছাদ থেকে পড়ে যায় এবং তাঁকে কেরলের কোডিকোড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেরলের হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। তারপর তার মৃতদেহ কেরলের কোডিকোড মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার বৃহস্পতিবার কফিনবন্দী হয়ে মন্তেশ্বর গ্রামে নিজের বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। মৃত শ্রমিকের দেহ গ্রামে পৌঁছতেই গ্রামে নেমে আসে শোকের ছায়া।
Tags burdwan district west bengal
Check Also
রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডের প্রবেশে বাধা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
টুডে নিউজ সার্ভিসঃ প্রজাতন্ত্র দিবসের দিনেও রাজভবনে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সংঘাত। কলকাতা পুলিশের ব্যান্ড নেই …
Social