জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়, ভুরকুন্ডা প্রাথমিক বিদ্যালয়, বাঘাসন , কুসুমগ্রাম, জামনা প্রাথমিক বিদ্যালয়গুলি সহ ধাত্রীগ্রাম, নাদনঘাট, কালনা, পূর্বস্থলীর বিভিন্ন ব্লকের প্রাথমিক বিদ্যালয় সহ কালনা মহকুমার প্রায় ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২২ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে রবিবার মালডাঙ্গা মডেল স্কুলের পরিচালনায় লিটিল জিনিয়াস তথা মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। মালডাঙ্গা মডেল স্কুল আয়োজকের পক্ষ থেকে উজ্জ্বল ভট্টাচার্য, দিব্যেন্দু দত্ত-রা জানান কালনা মহকুমা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান আয়োজিত এই মেধা অন্বেষণ পরীক্ষা এইবছর তৃতীয় বর্ষের পদার্পণ করল। মোট ৫০ নম্বরের এই পরীক্ষায় ৮০% নম্বরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সফল পরীক্ষার্থী ছাড়াও এই পরীক্ষা ৬০% নাম্বার পেয়ে যারা সফল হবে তাদেরকে পদক ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে।
এদিন পরীক্ষা ১২ টা থেকে শুরু হয়ে দুপুর ০১:৪৫
মিনিটে শেষ হয়। পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায়। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র ও ভাতার কলেজের অধ্যাপক পিন্টু হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ায় পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী থেকে পরীক্ষা উদ্যোক্তারা খুশি।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social