Breaking News

বুড়াকালী মাতার মন্দিরে জামাইষষ্ঠী পূজা

অরুণাভ দত্ত, দক্ষিণ দিনাজপুরঃ প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শহরের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মাতার মন্দিরে জ্যৈষ্ঠ মাসের জামাই (অরণ্য) ষষ্ঠী উপলক্ষ্যে বুধবার ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। বুড়াকালী মাতা পূজা সমিতির পক্ষ থেকে এইদিন সকালেই জামাই (অরণ্য) ষষ্ঠী উপলক্ষ্যে বুড়াকালী মাতার মন্দিরের সামনে ষষ্ঠী পূজা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং দুপুরে ভক্তদের দেওয়া হাঁড়িতে করে অন্নভোগ। এইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গৃহবধূরা লাইন দিয়ে ডালিতে কলারছড়ি, পাঁচ ফল, ফুল, ষষ্ঠীর হলুদ সুতা ও মিষ্টি সহকারে ষষ্ঠী পূজা দেয়। অতীতে এই পূজা জ্যৈষ্ঠ মাসে অরণ্যে বা গভীর জঙ্গলে বট – পাকুর গাছ তলায় হতো জন্য এই ষষ্ঠী পূজাকে জামাইষষ্ঠীর পাশাপাশি অরণ্য ষষ্ঠীও বলা হয়। বুড়াকালী মাতার মন্দির ছাড়াও চকভবানী কালীবাড়ি, চকভৃগু কালীবাড়ি, মোক্তার পাড়ার রাধামাধব আখড়া, পাবলিক বাস স্ট্যান্ডের মোটর কালীবাড়ি সহ শহরের বিভিন্ন মন্দিরে ষষ্ঠী পূজা হয়।

About News Desk

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *