টুডে নিউজ সার্ভিসঃ ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার জন্য কাঁথির শহরের রাস্তাগুলি পানীয় জল ছড়িয়ে ঠান্ডা করা হয়েছে। রাজ্যের মানুষ যেখানে জলকষ্টে ভুগছেন, সেখানে এভাবে পানীয় জলের অপচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে এবং তার ফেসবুক পেজে ভিডিয়োও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে লিখেছেন, ‘এই গরমে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই পানীয় জলের আকাল দেখা দিয়েছে। রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রী যাতে সুবিধে না পেয়ে যান তাই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় সরকারের প্রকল্প জল জীবন মিশনের বাস্তবায়নে জেনে বুঝে সব থেকে বেশি ঢিলেমি দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মানুষের কষ্ট নিবারণ করার সৎ উদ্দেশ্য নেই কিন্তু নিজের সামান্যতম অসুবিধা যেন না হয় তা নিশ্চিত করতে হবে। গতকাল কাঁথিতে মুখ্যমন্ত্রীর মিছিলের আগে বারংবার পানীয় জলের ট্যাঙ্কার ব্যবহার করে রাস্তা ভিজিয়ে ঠান্ডা করা হয়েছে যাতে গরমে হাঁটতে মাননীয়ার অসুবিধে না হয়।’
পাশাপাশি এদিন তিনি নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানি বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। এক্সে তিনি লিখেছেন, ‘হীরক রানীর রাজত্বে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য করে হাহাকার…বিকেল তিন’টায় মিছিলে হাঁটবেন বলে, রাস্তা ঠান্ডা করতে পানীয় জল দিয়ে ভিজিয়ে করা হচ্ছে ‘প্রতিকার।’
এই প্রসঙ্গে কাঁথি পুরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, বৃহস্পতিবার পদযাত্রায় অনেক মানুষ হাঁটবেন। সেটা ভেবেই রাস্তা ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছিল। পুরসভা নিয়মমাফিক কাজ করেছে।
Social