টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ হেলিকপ্টারে হোঁচট খেয়ে ফের আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারের জন্য রাজ্যের বিভিন্ন জেলাতে কার্যত ছুটে বেড়াচ্ছেন তিনি। শনিবার দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হেলিকপ্টারের সিঁড়ি দিয়ে উপরে উঠে সিটে বসতে যাওয়ার আগে আচমকাই হোঁচট খান তিনি। আর তাতেই চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য হেলিকপ্টারে করেই তিনি আসানসোলে রওনা দেন।
তবে গত মাসেও হাঁটতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী। পড়ে গিয়ে কপাল ফেটে যায় তাঁর। তবে সে সময় জানা গিয়েছিল, পেছন থেকে ধাক্কা লাগায় তিনি চোট পেয়েছেন। আর এর আগেও জানুয়ারি মাসে বর্ধমানে প্রশাসনিক সভা করে ফেরার পথে পূর্ব বর্ধমানে মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি গাড়ির সামনের সিটে বসেছিলেন। রোডের ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন চালক। প্রবল ঝাঁকুনিতে উইন্ড স্ক্রিনে মাথা ঢুকে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও একাধিকবার একাধিক জায়গায় তিনি চোট পেয়েছেন। আর শনিবার দুর্গাপুরে আচমকাই হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী।