টুডে নিউজ সার্ভিস, মালদাঃ মালদা দক্ষিণে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে স্থানীয় লোকশিল্পীদের সঙ্গে নাচলেন তিনি। সেই সঙ্গে ধামসাও বাজাতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীকে। শনিবার মালদার নির্বাচনী সভায় আদিবাসীদের জন্য বড় ঘোষণা করলেন তিনি। তিনি বলেন, ভোটের আগে আদিবাসী হস্টেলে খাবারের খরচ ১০০০টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা করেছে পশ্চিমবঙ্গ সরকার। উল্টে বিজেপি আদিবাসীদের কথা ভাবে না বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা একই সঙ্গে তিন ধরে বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তুলে এদিন ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
