Breaking News

তিনবারের বিধায়ক মহারানী কোঙার প্রয়াত

সেখ সামসুদ্দিন, মেমারিঃ পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের আমলে পরপর তিনবারের বিধায়ক মহারানী কোঙার। শুক্রবার বর্ধমানের বাসভবনে পরলোক গমন করেন প্রয়াত বাম নেতা বিনয় কোঙারের স্ত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর ১ মাস ১২ দিন। মৃত্যুকালে রেখে গেলেন ২ পুত্র, ২ কন্যা সহ আত্মীয় পরিজনদের। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত পরপর তিন বার বর্ধমানের মেমারি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

কনিষ্ঠ পুত্র অভিজিৎ কোঙার জানান, আজ মরদেহ বাড়িতে শায়িত থাকবে। আগামীকাল সকাল ৮টায় মেমারির সিপিআইএম পার্টি অফিসে মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর মিছিল করে মেমারি চেকপোস্টে গিয়ে বর্ধমান জেলা পার্টি অফিসে পৌঁছাবে সকাল ১০টায়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে দেহ প্রদান করা হবে। তার প্রয়াত হওয়ার খবরে বহু দূর দুরান্ত থেকে অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আসেন।

About News Desk

Check Also

চাকরি দেওয়ার নামে দলের নেতার কাছেই প্রতারণার শিকার, সব হারিয়ে আত্মঘাতী তৃণমূল নেতা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতে তিন চারটে চাকরি রয়েছে। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *