টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার থেকে শুরু মাধ্যমিক ২০২৪। জীবনে প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা। মনে একটু ভয়ভীতি নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে তারি। যদিও এ বছরের মাধ্যমিক পরীক্ষা সময়সূচিতে বড় পরিবর্তন প্রায় দু’ঘণ্টা এগিয়ে এসেছে অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা। তাই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা। এমনি ছবি দেখা গেল বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠে। পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা জানান, জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা কিন্তু সময়টা অনেকটা এগিয়ে আসায় তারা সকালে পড়াস সুযোগ পাচ্ছে না আর এই কুয়াশার মধ্যেই তাদেরকে পরীক্ষা কেন্দ্রে মধ্যে সকাল সকাল পৌঁছাতে হচ্ছে। যদি সময়টা পরিবর্তন হতো বা আগের সময়সূচি থাকতো তাহলে পরীক্ষার্থীদের সুবিধা হত।
Tags burdwan district west bengal
Check Also
মহাকুম্ভে সবচেয়ে সুন্দরী সাধ্বী
টুডে নিউজ সার্ভিসঃ জীবনে যখন ভগবানের ডাক আসে তখন মানুষ হয়ে ওঠে ঈশ্বরের সন্তান। তখন …
Social