টুডে নিউজ সার্ভিসঃ রাজ্যজুড়ে শুক্রবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ২০২৪। এবারে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর এবারের মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিকের প্রথম দিনেই সোশ্যাল মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ। ঘটনায় জড়িত মালদার দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। জানা যায়, পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টার মাথায় ফোনে ফোনে ঘুরতে দেখা যায় প্রশ্নপত্র। এই ঘটনায় পরীক্ষা শেষের এক ঘন্টার মধ্যে কাদের মাধ্যমে ওই প্রশ্ন বাইরে এলো, তা খতিয়ে দেখে ২ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নপত্রগুলি এবছর এমন ভাবে তৈরি করা হয়েছিল, যাতে কেউ তার ছবি তুললে তাঁকে চিহ্নিত করা সম্ভব হয়। সেই অস্ত্রেই কেল্লাফতে করল পর্ষদ।
Social