Breaking News

মাধ্যমিক পরীক্ষার শুরু দেড় ঘন্টার মধ্যেই প্রশ্নপত্রের ছবি ভাইরাল! গোপন কোডের সাহায্যে ধরা পড়ল ২

টুডে নিউজ সার্ভিসঃ রাজ্যজুড়ে শুক্রবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ২০২৪। এবারে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আর এবারের মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের প্রথম দিনেই সোশ্যাল মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ। ঘটনায় জড়িত মালদার দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। জানা যায়, পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টার মাথায় ফোনে ফোনে ঘুরতে দেখা যায় প্রশ্নপত্র। এই ঘটনায় পরীক্ষা শেষের এক ঘন্টার মধ্যে কাদের মাধ্যমে ওই প্রশ্ন বাইরে এলো, তা খতিয়ে দেখে ২ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নপত্রগুলি এবছর এমন ভাবে তৈরি করা হয়েছিল, যাতে কেউ তার ছবি তুললে তাঁকে চিহ্নিত করা সম্ভব হয়। সেই অস্ত্রেই কেল্লাফতে করল পর্ষদ।

About Prabir Mondal

Check Also

আবাসের টাকা পেতে দিতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা! শোরগোল আলিপুরে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রশিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *