Breaking News

নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর, ঘটনাস্থলে পুলিশ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সোমবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহারাবাজার চন্দ্রপল্লী পাড়ায়। স্বামী প্রসেনজিৎ কুন্ডু-র অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। রবিবার রাত্রি আটটা নাগাদ নাকি দু-তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী।
এরপর সেখানে মধুচক্র চলে। পরের দিন ভোর চারটার সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকরা। পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুন্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন।

এরপর বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে।এদিন তাদের মধুচক্রের কাণ্ড হাতেনাতে ধরে ফেলার পর পুলিশে খবর দেওয়া হয়। যদিও অভিযুক্ত মহিলার দাবি তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু। অন্যদিকে, অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুন্ডু। তিনি বলেন, স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন, তাই রাত্রিবেলা আসা আর ভোর বেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয়। মহিলার স্বামী এও জানান, ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

এই বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডঘোষ থানার দ্বারস্থ হলেও পুলিশ,প্রমাণ চেয়ে বসে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি। তাদের পাঁচ বছরের বিবাহিত জীবন, রয়েছে একমাত্র পুত্র সন্তান। সেই মায়ের এমন কান্ড দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে আসে খণ্ডঘোষ থানা ও সেহারা বাজার ফাঁড়ির পুলিশ। মহিলা সহ ওই বাড়িতে আটকে থাকা আরও তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজিত এলাকার মানুষজন।

About News Desk

Check Also

কাটোয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় সাড়ে চার বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *