টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভ! মাত্র ৬০ টাকার লটারি টিকিট কেটে কোটিপতি দিনমজুর। আর সেই লক্ষ্মীকে আগলে রাখতে পুলিশ ফাঁড়িতে আশ্রয় দিনমজুরের। জানা গেছে, পূর্ব বর্ধমানের আউসগ্রামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা বামাচরণ মেটে, পেশায় দিনমজুর। বাড়িতে রয়েছে বিধবা মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। সামান্য কিছু জমিতে ভাগচাষ করেন। জমিতে রাসায়নিক সার প্রয়োগ করার জন্য স্ত্রীর কাছ থেকে ১০০ টাকা নিয়ে বামাচরণ দোকানে যান। সারের দোকান বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে একজন টিকিট বিক্রেতা তাঁর সামনে সাইকেল নিয়ে হাজির হন। তখনই ৬০ টাকা দিয়ে দুই ঘর লটারি টিকিট কাটেন বামা। বাড়িতে ফিরে ছাগল চড়াতে চলে যান বামাচরণ। দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করার সময় তাঁর স্মার্টফোনে টিকিটটি মেলানোর সময় তাঁর চক্ষু চড়কগাছ।
একটি টিকিটের প্রথম পুরস্কার এক কোটি টাকা তাঁর ভাগ্যে। তবে তৎক্ষণাৎ দেরি না করে বামাচরণ রওনা দেয় আউসগ্রামের ছোড়া ফাঁড়ির দিকে। রাস্তায় পুলিশের ভ্যান দেখে নিরাপত্তার কথা জানান। পুলিশ ভ্যানেই ছোড়া ফাঁড়িতে আশ্রয় নেয় বামাচরণ মেটে। তিনি বলেন, পাকা বাড়ি, কিছু জমি জায়গা ও ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বাকি টাকা সঞ্চয় করে রাখার ইচ্ছা প্রকাশ করেন।
Social