Breaking News

প্রথম দফায় চলছে ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ২ কেন্দ্র

টুডে নিউজ সার্ভিসঃ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে গড়ে ১৫.০৯ শতাংশ ভোট পড়ল। দেশের ১০২টি কেন্দ্রের মধ্যে ভোটদানের নিরিখে যা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এই সময়ের মধ্যে কোচবিহারে ভোট পড়েছে ১৫.২৬,আলিপুরদুয়ারে ১৫.৯১ এবং জলপাইগুড়িতে ১৪.১৩ শতাংশ। ধূপগুড়িতে ভোট দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। দিনহাটা গার্লস হাইস্কুলে ভোট দিলেন মন্ত্রী উদয়ন গুহ।

সিতাই বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিলেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।শীতলখুচির ছোট শালবাড়ি এলাকায় ২৮৬ নম্বর বুথে বিজেপি কর্মী সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। দু’পক্ষের বেশ কয়েক জন অল্পবিস্তর জখম হয়েছেন বলে খবর। এছাড়াও সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। তিন কেন্দ্র মিলিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে মোট ৩৭টি অভিযোগ করল রাজ্যের শাসকদল তৃণমূল।

About Prabir Mondal

Check Also

উমাকে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে পাঠাতে দিনরাত পরিশ্রম করে চলছে মৃৎশিল্পীরা

টুডে নিউজ সার্ভিসঃ বাপের বাড়ি আসতে উমার এখনও ঢের দেরি। উমা এখন কৈলাসে স্বামী সন্তান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *