টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে শুরু হচ্ছে ঋণ মেলা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বর্ধমান টাউন হল প্রাঙ্গনে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এই ঋণ মেলা। শুক্রবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্ধমান রিজিওনাল অফিসের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরিজিৎ চন্দ্র। পাশাপাশি উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার সঞ্জয় কুমার সিং, চিফ ম্যানেজার অভিষেক বোস সহ অন্যান্য অফিসাররা।
