Breaking News

অপমানের বদলা নিতে ইউটিউব দেখে বানিয়ে ফেললো বোমা, শ্রীঘরে ঠাঁই প্রবীরের

টুডে নিউজ সার্ভিসঃ এলাকায় অপমান। বদলা নিতে ইউটিউব দেখে বোমা বানাল জয়নগরের এক যুবক। তাতে শেষরক্ষা আর হল না শ্রীঘরে ঠাঁই ঐ যুবক। পুলিশের হাতে গ্রেফতার হতে হল জয়নগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত যুবক প্রবীর চ্যাটার্জী-কে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমার মশলা।
পুলিশের সূত্রে খবর, বছর ১৮-র যুবক প্রবীরের নেশা ছিল মোবাইল ফোন ঘাঁটা। বাড়িতে দরজা বন্ধ করে সারাক্ষণ সে মোবাইল দেখত। পরিবার সূত্রে জানা যায়, ওইসময় কেউ ঘরে ঢুকলে সে বিরক্ত হত। সম্প্রতি তার সঙ্গে এলাকায় কিছু যুবকের সঙ্গে ঝামেলা হয়। অপমানিত হয় প্রবীর। বদলা নিতে সে ঠিক করে বোমা বানাবে। সেইমতো ফোনের ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল জেনে প্রয়োজনীয় মালপত্র জোগাড় করে। তৈরি করে বোমা। পরীক্ষা করতে মাঝরাতে এলাকাতেই একটি ফাঁকা জঙ্গলে ঘটায় বিস্ফোরণ। 
গভীর রাতে এই বিস্ফোরণের আওয়াজে হকচকিয়ে যান এলাকার বাসিন্দারা। পুলিশের কাছে খবর যায়। তারা খোঁজখবর করে জানতে পারে বিস্ফোরণের পেছনে রয়েছে প্রবীরের হাত। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় ইউটিউব দেখে এই কৌশল সে আয়ত্ত করেছে।  প্রবীরের পরিবার জানায়, সে পুরীতে কাজ করত। মাঝে মাঝে বাড়িতে আসত। এবার এসে এই ঘটনা ঘটিয়েছে।

About Prabir Mondal

Check Also

মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তি করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *