টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এবছর দুদিন কোজাগরী লক্ষ্মী পুজো বুধবার ও বৃহস্পতিবার। হিন্দু শাস্ত্র অনুযায়ী লক্ষী হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। দুর্গা পূজা শেষ হতেই লক্ষ্মী পুজাকে সামনে রেখে ইতিমধ্যে মৃৎ শিল্পীরা লক্ষ্মী প্রতিমা নিয়ে বাজারে এসেছেন। বিভিন্ন আকারের লক্ষ্মী প্রতিমা তৈরি করছেন তারা। মঙ্গলবার বর্ধমানে কার্জন গেটের আশেপাশে বিভিন্ন প্রতিমা শিল্পীরা তারা তাদের মূর্তি নিয়ে হাজির হয়েছেন।
মূর্তি বিক্রেতা বাপ্পা পালিত ও দেবব্রত পাল জানান, এই বছর প্রচুর পরিমাণে লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছে। এবার দুদিন ধরে লক্ষ্মী পুজো। এই বছর তাই পুজোর বাজার ভালো যাবে। তারা আরও বলেন, আমাদের কাছে ৫০ টা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত প্রতিমা রয়েছে। এদিন ক্রেতা বিক্রেতা উভয়ের ব্যস্ততা ছিল লক্ষণীয়। এছাড়াও সবজি ও ফলের দাম আকাশছোঁয়া হওয়ায় গৃহস্থের মাথায় হাত।
