Breaking News

বর্ধমানে শুরু হচ্ছে কৃষ্ণসায়র উৎসব কিন্তু হচ্ছে না নৌকা বাইচ প্রতিযোগিতা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের গোলাপবাগের পাশেই রাজ আমলের বিশাল জলাশয় কৃষ্ণসায়র। সেই কৃষ্ণসায়রে প্রতি বছর জানুয়ারির শুরুতে আয়োজন করা হয় কৃষ্ণসায়র উৎসব যা ফুল মেলা নামে পরিচিত। সেই উৎসব শুরুর আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কৃষ্ণসায়র পার্কে। এদিন তিনি জানান, আগামী বছরের শুরুতে ৩ জানুয়ারি ২০২৫ থেকে ১২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ১০ দিন ধরে চলবে এই উৎসব। খুব শীঘ্রই মেলার কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ১০ দিনের এই উৎসবে থাকছে কৃষি, শিল্প, চিত্র ও পুষ্পের জমজমাট মেলা। সেইসঙ্গে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এই মেলায় পুষ্প প্রদর্শনী, নৌকা বাইচ প্রতিযোগিতা ও আতশবাজি প্রদর্শন অন্যতম আকর্ষণ রাখা হয় কিন্তু এবার নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে না। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এই মেলার মূল উদ্যোক্তা শ্যামাপ্রসাদ মুখার্জী সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষরা এবং বিভিন্ন কাউন্সিলররা থেকে শুরু করে আরও অনেকে।

About Prabir Mondal

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *