টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ঢাকে কাঠি ও পুরোহিতের মন্ত্র পাঠের মধ্যে দিয়ে বৃহস্পতিবার মহা সপ্তমীর দিনে বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লী ক্রিকেট অ্যাসোসিয়েশনের শ্যামা পুজোর খুঁটি পূজা সম্পন্ন হলো স্বস্তিপল্লী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে। এবছর তাদের এই পুজো ৩২তম বর্ষে পদার্পণ করবে। তারা গত বছর ২৫ ফুট উচ্চতার প্রতিমা করে নজর কেড়েছিল বর্ধমানবাসীর, এ বছর তারা ২৭ ফুটের প্রতিমা তৈরি করছে। তাদের বিশেষ আকর্ষণ এই ২৭ ফুটের বড়মা। ক্লাব কর্তাদের কাছ থেকে জানা যায়, প্রথম তারাই বর্ধমান-২ ব্লকের মধ্যে এত বড়ো প্রতিমার পুজো শুরু করেছে। পাশাপাশি পুজোকে ঘিরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজো প্রাঙ্গনে বসবে মেলাও। যা নিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে চলেছে স্বস্তিপল্লীতে। এদিন উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী সহ ক্লাবের সকল সদস্যরা।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social