Breaking News

কাটোয়া ক্রীড়া উৎসবের উদ্বোধন

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া ক্রীড়া উৎসবের উদ্বোধন হলো কাটোয়া ভারতী ভবন স্কুলে মঙ্গলবার। উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী অমর চাঁদ কুন্ড, পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস, সভাপতি তারকচন্দ্র দে সহ অন্যান্যরা।

এই ক্রীড়া উৎসব উপলক্ষে প্রথম ক্যারাটে প্রতিযোগিতা শুরু হয়। এরপর কাটোয়া থানা রোড আপনজন ক্লাবে যোগা প্রতিযোগিতা শুরু হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে ছেলে-মেয়ের ক্যারাটে ও যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া উৎসবে সামিল হলো ক্রীড়া প্রেমী মানুষেরা। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাটোয়া ক্রীড়া উৎসব চলবে।

About Prabir Mondal

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *