রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল কার্তিক পুজো। কাটোয়ায় কার্তিক পুজো কার্তিক লড়াই নামেই পরিচিত। এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠে গোটা কাটোয়া। কার্তিক-লড়াই দেখতে কাটোয়া সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার একাংশের মানুষ ভিড় জমান। কার্তিক-লড়াইয়ের শোভাযাত্রায় চন্দননগরের আলোকসজ্জা সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থাকে। তৈরি হয়েছে সুদৃশ্য মণ্ডপ, দেবমূর্তি, সঙ্গে বাহারি আলোকসজ্জা। ঝংকার ক্লাব, জনকল্যাণ সংঘ, অক্সিজেন ক্লাব,স্টারগ্ৰুপ সহ বিভিন্ন ক্লাবে থিমের পুজো করা হয়। গোটা শহর সেজে উঠেছে রঙিন আলোয়।
শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুজো মন্ডপগুলোতে দর্শনার্থীরা ভিড় জমায়। কাটোয়ার এই প্রাচীন উৎসব কার্তিক লড়াই সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বহু পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে। গোটা শহর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়।
Social