গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হলো পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরে। শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করল দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। এইদিন অনুষ্ঠান শুরু আগে দাঁইহাট কালিদাস শিশু উদ্যানে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এই প্রথম বিঞ্জানী কার্ল ল্যান্ড স্টেইনারের আবক্ষ মূর্তি স্থাপন করে নজির সৃষ্টি করলো দাঁইহাট শহরে। এই উপলক্ষে একটি পদযাত্রা হয়। দাঁইহাট ইন্দ্রানী লজে বিশ্ব রক্তদাতা দিবস প্রসঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিশিষ্ট গুণীজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এরই পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ রায়, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য নেতৃত্ব কবি ঘোষ,জেলা নেতৃত্ব ফজলুল হক,ডক্টর গোবিন্দ রাম মান্না,বহুরূপী নাট্য সংস্থার সভাপতি গৌরীশঙ্কর মুখার্জী, বিশিষ্ট ব্যাক্তি তারকেশ্বর চট্টরাজ, সাইকেল ম্যান জয়দেব রাউত সহ অন্যান্যরা।
Tags burdwan district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social