টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬তম কাঞ্চন উৎসব। মঙ্গলবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই উৎসব নিয়ে কঙ্কালেশ্বরী কালীবাড়ির সামনে সংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ২০ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই কাঞ্চন উৎসব। তিনি আরও জানান, আমরা এর আগে প্রতিবারই ফেব্রুয়ারি মাসের ২ তারিখে এই কাঞ্চন উৎসব করি, কিন্তু এবারে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার জন্য এই উৎসব এগিয়ে নিয়ে আসা হয়েছে।
এবছর উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রভু দেবা পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলরা মঞ্চে উপস্থিত থাকবেন। এই কাঞ্চন উৎসব নিয়ে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Social