Breaking News

মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফর নিয়ে বর্ধমানে এসে তোপ দাগলেন বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে দলীয় অভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে সোমবার বর্ধমানে এলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। দলীয় বৈঠকের সাংবাদিক বৈঠকে করে তিনি বলেন, শীতের মরসুম চলছে টুরিস্টরা সুন্দরবন যাচ্ছে, বহু টুরিস্ট পুরুলিয়াতেও আসছে, যেমন দার্জিলিঙে যায় সেই রকমই দিঘাতেও যায় সেই রকম বেড়ানোর জন্য সন্দেশখালি যাওয়া ভালো। মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফর নিয়ে বাংলার মানুষের কিছু এসে যায় না। বাংলার মানুষ দেখে ফেলেছে এবং ধরেও ফেলেছে যে মাননীয়া মুখ্যমন্ত্রী কিভাবে সাধারণ মানুষকে ছেড়ে দিয়েছেন মরার জন্য। ডেভেলপমেন্ট তো দূরে থাক, অন্যতম যেটা পানীয় জল সেটা সুন্দরবনের মানুষ পায় না কিন্তু পুরুলিয়ার মানুষ পায়। এদিক-ওদিক যাতায়াত করে কোনো লাভ হবে না।

সুজিত মাস্টার যিনি শাহাজাহানের বিরুদ্ধে অন্যতম আন্দোলনের মুখ ছিলেন, সেই সুজিত মাস্টার মুখ্যমন্ত্রীর সন্দেশখালি যাওয়ার পূর্বেই তৃণমূলের যোগ এ প্রসঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, তৃণমূলের যোগদান করেছেন, নাকি জোরপূর্বক যোগদান করানো হয়েছে সেটা সবার প্রথমে খোঁজ খবর নিয়ে দেখার প্রয়োজন আছে। এর আগেও গ্রাম পঞ্চায়েত থেকে জেলাপরিষদের সদস্যকে জোর করে যোগদান করানো হয়েছে। ২০১৮-র পরে জোর করে পুলিশ তুলে নিয়ে যেত আর যোগদান করাতো। তারই একটা রূপ হতে পারে। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে নেই। তৃণমূল কংগ্রেসের যদি ক্ষমতা থাকে তাহলে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ লক্ষ মেম্বারশিপ করে দেখাক।

About Prabir Mondal

Check Also

একই রাস্তা সংস্কারে তিনবার টেন্ডার! দুর্নীতির অভিযোগ এবার গলসিতে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একই রাস্তার সংস্কারের জন্য একবার বা দুইবার নয়, তিনবার টেন্ডার! কিন্তু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *