কৌশিক গাঙ্গুলী, বীরভূমঃ শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দ্রের কবি জয়দেব মেলার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হলো মকরসংক্রান্তির আগের দিন। আগামী তিন দিন ধরে এই মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক (কাজল শেখ), বীরভূমের জেলাশাসক ও জয়দেব মেলা কমিটি সভাপতি বিধান রায়, ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, নানুরের বিধায়ক বিধান মাঝি, বোলপুরের সংসদ অসিত মাল, জয়দেব মেলা কমিটি সম্পাদক তথা বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ সহ আরো বিশিষ্টজনেরা।
প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এই জয়দেব মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিণত হয়। প্রতিবছর সমাগম হয় লক্ষাধিক মানুষের ঢল।