টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বিভিন্ন স্কুল গুলির মধ্যে অন্যতম বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠ। মঙ্গলবার ছিল এই বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলন উৎসব। প্রাক্তনীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন, এই উৎসবের নামকরণ করা হয় ‘আবহমান।’ এদিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা গুপ্তা, সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, বর্ধমান-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদ্বীপ রায়, কর্মাধ্যক্ষ পরেশ কাহার, জয়েন্ট ভিডিও শিল্পা ভকত, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
এদিন সকালে প্রভাত ফেরী, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে অনুষ্ঠানের সূচনা হয়। ১৯৫০ সালে ১৬ জানুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। মঙ্গলবার ও বুধবার বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি ও পুনর্মিলন উৎসব দুদিন ধরে উদযাপন করা হচ্ছে। প্রথম দিন স্কুলের প্রাক্তনীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং দ্বিতীয় দিন বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী থাকছে। এদিন অনুষ্ঠানে স্কুলে বহু প্রাক্তন ছাত্র-ছাত্রীরা থেকে পাঠরত বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্কুলে দেয়াল পত্রিকা ‘সোনার তরী’ প্রকাশিত হয়।
Social