টুডে নিউজ সার্ভিস, ময়নাঃ বাতাসের উত্তাপ যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ, এরই মধ্যে একটি ধর্মীয় প্রতিষ্ঠান তপু বাবার আশ্রম ময়নার কৃপা সিন্ধু মোড়ে আয়োজন করল জলছত্রের। এদিন তারা প্রায় এক হাজার পথ চলতি মানুষকে শরবত এবং জল দান করেন। এই জলছত্র অনুষ্ঠানের উপস্থিত ছিলেন তপু বাবা আশ্রমের প্রধান গুরুদেব তপু বাবা স্বয়ং ও আশ্রমিকবৃন্দ। প্রতিবছরই এই ধরনের জলছত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আশ্রম থেকে করা হয় বলে জানান তারা।