টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিধানসভা নির্বাচনের মতো ফের লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলবদলের হিরিক দেখা গেলো পূর্ব বর্ধমানে। মঙ্গলবার সিপিএম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রায়নার বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব। পরে এদের হাত ধরে প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মীরা যোগদান করবেন বলে জানান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু এবং নারী শিশুজনকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ পাঁচটি জেলার বিজেপির কার্য্যকর্তরা। এদিনের সভায় সাংবাদিকদের সাথে কোনো কথাই বলেননি স্মৃতি ইরানি। এমনকি সভায় থাকা বিজেপির কর্মকর্তাদের মোবাইল রেকর্ডিং না করার নির্দেশ দেন। এরপর এই বৈঠক শেষে রায়না-১ এবং রায়না-২ ব্লকের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যোগদান করেন।
বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, রায়না-১ এবং রায়না-২ বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের পিলাররা আজ যোগদান করলেন। আগামী দিনে এদের হাতধরে রায়নার আরো লোক যোগদান করবেন বলে জানান তিনি। এদিনের এই সভায় বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা-কে সভা কক্ষে প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
Social