টুডে নিউজ সার্ভিসঃ মঙ্গলবার বর্ধমান টাউন স্কুল মাঠে প্রাতঃভ্রমণে সারলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপর বাদামতলা এলাকায় চা চক্রে যোগ দেন তিনি। সেখানে চায়ে চুমুক দিতে দিতে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন তিনি। উত্তরবঙ্গে ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু এবার তো সমালোচনার ঝড় উঠল এই প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের বলেন, “ঝড় হলে তৃণমূলের পোয়া বারো, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে ওরা।” পাশাপাশি এদিন তিনি ফুটবল খেলেন এবং গোলও দেন। ফুটবল মাঠে তো ভালোই গোল দিলেন প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ফুটবলে খেলতে গিয়ে গোলও করি, শর্টও মারি, আমাদের একদম টার্গেট ফিক্সড।”
Tags burdwan district Politics west bengal
Check Also
অপরাজিতা বিলের সমর্থনে হাটগোবিন্দপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্য বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন। …
Social