সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক প্রতিবেশী মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শ্রীপুর এলাকায়। ঘটনায় গুরুতর জখম জগাই রায় (৪০) নামে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
অভিযোগ, রবিবার রাতে সাইকেলে চেপে শ্রীপুরে নিজের বাড়িতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় রাস্তাতেই আচমকাই তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে অভিযুক্ত সুব্রত বর্মন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর থাকায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
আক্রান্ত জগাই রায় জানান, গ্রামে বাৎসরিক পুজোর লেনদেন নিয়ে অনেকদিন আগেই কথা কাটাকাটি হয়েছিল। রবিবার রাতে সাইকেলে চেপে শ্রীপুরে নিজের বাড়িতে যাচ্ছিলেন সেই সময় রাস্তাতেই আচমকাই তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে অভিযুক্ত সুব্রত বর্মন।