টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে হতে চলেছে রাম মন্দির উদ্বোধনের দিন হাজার কন্ঠে হনুমান চালিশা পাঠ। এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হতে চলেছে বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লী। আগামী ২২ জানুয়ারি স্বস্তিপল্লী বজরঙ্গবলি মন্দির সংলগ্ন ফুটবল মাঠে এই “হাজার কন্ঠে হনুমান চালিশা পাঠ”এর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বস্তিপল্লী বজরঙ্গবলি মন্দির কমিটির পক্ষ থেকে। অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যে কর্মসূচি রাখা হয়েছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। শুক্রবার দেখা গেল মন্দির কমিটির পক্ষ থেকে কোথাও পতাকা লাগানো এবং বজরংবলী মন্দির পরিষ্কার করা চলছে।
স্বস্তিপল্লী বজরঙ্গবলি মন্দির কমিটির সম্পাদক রামানন্দ মজুমদার জানান, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। এই উপলক্ষে ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আমাদের স্বস্তিপল্লী বজরঙ্গবলি মন্দির প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে ২০ জানুয়ারি প্রথম দিনে বাজনা সহকারে কলস নিয়ে ১০৮ জন মহিলাদের শোভাযাত্রা বের হবে যার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা। ২১ জানুয়ারি সকাল থেকে বিশ্ব শান্তি মহাযজ্ঞ ও সন্ধ্যায় ৫০০০ প্রদীপ প্রজ্জ্বলন। ২২ জানুয়ারি হাজার কন্ঠে হনুমান চালিশা পাঠ অনুষ্ঠিত হবে।
Social