টুডে নিউজ সার্ভিসঃ বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফেরা পথে চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল ৮ জনের এবং ২৪ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসে ৬০ জন যাত্রী ছিলেন। আহতদের বাস থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলার কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়কে।
ঘটনার খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই বাসের যাত্রীরা মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের বাসিন্দা।