টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে সাহাচিহতন এলাকা থেকে বর্ধমান থানার পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল এক যুবকের। মৃত যুবকের নাম বিজয় মাঝি (১৯)। পরিবার সূত্রে জানা যায়, সোমবার তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও জানা যায়, খুব নেশা করতো বিজয় রবিবার রাত একটা পর্যন্ত সে বাড়ি ফেরেনি তারপর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সোমবার সকালে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বিজয়কে। যদিও মৃত্যুর সঠিক কারণ পরিবার বলতে পারেনি।
