Breaking News

রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান, ২৫-র ফেব্রুয়ারিতে থেকে কাজ শুরু

টুডে নিউজ সার্ভিসঃ আগামী বছরের শুরুতেই ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ শুরু হয়ে যাবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস সদস্য অরূপ ধারার প্রশ্নের উত্তরে সেচ মন্ত্রী মানস ভুঁইয়া জানান,  ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। বিশ্বনাথ কারকের প্রশ্নের উত্তরে সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া, প্রতিনিধি পাঠানো সত্বেও কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে একটা পয়সাও দেয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য তার নিজের অর্থ দিয়ে করবে। এ প্রসঙ্গে অশোক লাহিড়ীর প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৩৮ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যে এ বিষয়ে বিভিন্ন কাজে ৩৪১ কোটি ৫৫০ লক্ষ টাকা খরচ করেছে। একই সঙ্গে সেচ মন্ত্রী উত্তর ও দক্ষিণবঙ্গে নদী ভাঙন রুখতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি বলেন, উত্তরবঙ্গে ৭৬ টা নদী আছে। যাদের উৎস ভুটানে। অথচ ইন্দো বাংলাদেশ, ইন্দো নেপাল যৌথ নদী কমিশন থাকলেও ইন্দো-ভুটান নদী কমিশন তৈরী করতে কেন্দ্রীয় সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে গঙ্গা পদ্মা সহ একাধিক নদীর ভাঙনে দক্ষিণ বঙ্গ ক্ষয়ে যাচ্ছে। এব্যাপারেও কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকা নিয়েছে।

পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের সেচ মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসে থাকলেও মুখ্যমন্ত্রী তা পারবেন না। তাই উত্তরবঙ্গে গঙ্গা ভাঙন রুখতে ভাঙন প্রবণ ভূতনী, দিয়ারা, রতুয়া এক এবং দু’নম্বর ব্লক, অন্যদিকে ভাঙন প্রবণ সুন্দরবনকে রক্ষা করতে দুটি বড়সড় পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।

About Prabir Mondal

Check Also

বর্ধমানে দর্জির বাড়িতে দিনভর ইডি তল্লাশি!

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ  সাতসকালে পূর্ব বর্ধমানে দর্জির বাড়িতে ইডি তল্লাশি। হঠাৎ নেতা মন্ত্রী বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *