টুডে নিউজ সার্ভিসঃ গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানের ১৩৪ নম্বর ওয়ার্ডের বহুতল বিপর্যয়ের ঘটনায় সোমবার রাত প্রায় ৯টা অবধি উদ্ধারকার্য চালিয়ে ১০ জনকে বার করে আনে এনডিআরএফ। রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হলেও মঙ্গলবার সকাল হতেই ফের উদ্ধারকার্য শুরু হয়।
কংক্রিটের নিচে দু’জনের আটকে থাকার আশঙ্কা। তবে মঙ্গলবারের মধ্যেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখনও অবধি ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এইদিকে গার্ডেনরিচকাণ্ডের পর গতোকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নিতে কড়া নির্দেশ দেবার পরই গ্রেফতারহয়েছে প্রোমোটার মহম্মদ ওয়াসিম।
ধৃত মহম্মদ ওয়াসিম গার্ডেনরিচ এলাকারই বাসিন্দা। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান।
Social