টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার স্বস্তিপল্লী জগন্নাথ মন্দিরে। সেখানে হাটগোবিন্দপুর মিলন লায়ন্স ক্লাবের সহযোগিতায় তাদের কয়েকজন চিকিৎসক চক্ষু পরীক্ষা করেন। স্বস্তিপল্লী তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অনুপ প্রামানিক জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন প্রায় ২০০ জনকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয়। এমনকি ৪৫ থেকে ৮০ বছর বয়সীদের জন্য সম্পূর্ণ বিনামুল্যে ছানি অপারেশন এবং চশমা প্রদানেরও ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, এলাকার সকল স্তরের মানুষজন নিজের এলাকাতেই যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে।
Social