টুডে নিউজ সার্ভিস, কালনাঃ পূর্ব বর্ধমান জেলার কালনা মিউনিসিপালিটি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে। মঙ্গলবার কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে পান্থনিড় গেস্ট হাউস সংলগ্ন একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন কালনার পৌরপিতা আনন্দ দত্ত, উপপৌরপতি তপন পড়েল সহ বিশিষ্ট জনেরা।
৩২ লক্ষ টাকা ব্যয় এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়েছে জানালেন উপ পৌরপতি তপন পড়েল, এছাড়াও এই স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক পর্যায়ে একজন করে মেডিকেল অফিসার এবং এসিস্ট্যান্ট থাকবে বলে জানালেন। এখান থেকে প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ প্রদানের ব্যবস্থা থাকবে।
Social