Breaking News

দুর্গাপুরে শুরু হলো অরণ্য সপ্তাহ পালন

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘বাংলার মুখ’ এর উদ্যোগে সবুজায়নের বার্তা নিয়ে ১৪ জুলাই থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বুকে শুরু হয়েছে ‘অরণ্য সপ্তাহ’ পালন। চলবে ২০ জুলাই পর্যন্ত। অরণ্য সপ্তাহ পালনের মূল লক্ষ্য হলো বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে সুন্দর করে তোলা এবং পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা।

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ফাঁকা জায়গায় ৫০০ টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সামনে রেখে বিধাননগর সেক্টর-২ তে রাস্তার ধারে জারুল, কদম, নিম, বাঁদর লাঠি প্রভৃতি প্রায় ১৫০ বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

বিদ্যালয়ের কচিকাচাদের পাশাপাশি অধ্যাপক, চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অন্যদিকে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় কর্মাধ্যক্ষ মনি চৌধুরী, সৌম্য চ্যাটার্জী সমাজ সেবী অনিন্দিতা মুখার্জ্জী, নন্দিতা চক্রবর্তী, বিল্টু চক্রবর্তী, চন্দন রায় সহ আরও অনেকেই।

‘বাংলার মুখ’ এর পক্ষ থেকে সোমনাথ বাবু বললেন – শুধু এই জেলায় নয় স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আমরা এই কর্মসূচি পালন করতে চলেছি। আমাদের লক্ষ্য বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মের হাতে একটি নির্মল পৃথিবী তুলে দেওয়া। নিজ নিজ এলাকার বৃক্ষগুলির যত্ন নেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেন।

About Prabir Mondal

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *