বাঁকুড়ার জঙ্গলে ভয়াবহ আগুন

Prabir Mondal
2 Min Read

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই মিরগীপাহাড়ি গ্রাম লাগোয়া প্রায় ৮০০ একরের জঙ্গল। দমকল কর্মীদের ও বাঁকুড়া জেলা পুলিশের প্রচেষ্টায় রক্ষা পেল জঙ্গল লাগোয়া গ্রাম। বুধবার বেলা এগারোটা নাগাদ বাঁকুড়ার খাতড়ার মিরগিপাহাড়ি গ্রাম-লাগোয়া জঙ্গলে আগুন লাগে। প্রায় ৮০০ একরের জঙ্গল একসাথে দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খাতড়া থানায় খবর দিলে খাতড়া থানার পুলিশ খাতড়া দমকল কেন্দ্রে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া দমকল কেন্দ্রের দুটো ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তালডাংরা ও বাঁকুড়া সদর দমকল কেন্দ্র থেকে আরও দুটো ইঞ্জিন আনা হয়। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছান খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য সহ তাঁদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের আধিকারিক ও বাঁকুড়া দমকল কেন্দ্রের আধিকারিক থেকে কর্মীরা। পুলিশকর্মী থেকে শুরু করে দমকল কর্মী ও বনদপ্তরের কর্মী সহ গ্রামবাসীদের প্রচেষ্ঠায় গ্রামে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

খাতড়া দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন ,জঙ্গলে এত বড় আগুন এই এলাকায় প্রথম। ‌ একসাথে প্রায় ৮০০ একর জঙ্গল দাউদাউ করে জ্বলছিল। প্রচুর সোনাঝুরি, কাজু, বাঁশ সহ বিভিন্ন গাছের ক্ষতি হয়েছে। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার চেষ্টায় গ্রামে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে সাধারণ মানুষের সচেতনতার অভাবে জঙ্গলে আগুন লেগে থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন খাতড়ার এসডিপিও, আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *