Breaking News

ফুটবল প্রতিযোগিতার


গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে আদিবাসী যুবকেরা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল কাটোয়ায়। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রাম সিধু কানু স্মৃতি সংঘের পক্ষ থেকে ২ দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু হলো নন্দীগ্রাম আদিবাসীপাড়ার ফুটবল মাঠে। এবছর এই ফুটবল প্রতিযোগিতা ৯ বছরে পড়লো। এই খেলায় ১৬টি দল অংশ নেবে।

এদিন প্রথম খেলা হয় শুকদেব একাদশ ক্লাব ও বাঘডোনা ক্লাব। ট্রাইবেকারে বাঘডোনা ক্লাব ৫-৪ গোলে শুকদেব একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই খেলা দেখতে বহু মানুষ মাঠে উপস্থিত হয়।

About Prabir Mondal

Check Also

শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইন্দপুরের পতিরডাঙা গ্রামে। বৃহস্পতিবার মন্দির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *